প্রধান উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:২০
প্রধান উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারডিয়া সিম্পসন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।


রবিবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সিম্পসন জুলাই-আগস্ট মাসের তাৎপর্যপূর্ণ ঘটনাগুলো স্মরণ করেন এবং উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।


রাষ্ট্রদূত বলেন, এটি (জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান) ছিল আবেগময়। এই যাত্রায় আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে ছিলাম।


তিনি বাংলাদেশের মানুষকে ‘খুবই উদার এবং অতিথিপরায়ণ’ হিসেবে বর্ণনা করেন এবং এদেশে তার চার বছরের সময়কে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন।


ড. ইউনূস রাষ্ট্রদূতকে এ বছরের আগস্ট মাসে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানান। তিনি বলেন, সরকার সেই সময়ে বাংলাদেশে দায়িত্ব পালন করা অন্য রাষ্ট্রদূতদেরও আমন্ত্রণ জানাবে।


প্রধান উপদেষ্টা বলেন, তিনি একটি ঐক্যমত্য গঠন কমিশনের নেতৃত্ব দেবেন, যেখানে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।


নারডিয়া সিম্পসন অন্তর্বর্তী সরকার এবং তার সংস্কার উদ্যোগের প্রতি অস্ট্রেলিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন। এসময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com