আসিফ নজরুলের উপস্থিতিতে প্রবাসীদের হট্টগোল
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩
আসিফ নজরুলের উপস্থিতিতে প্রবাসীদের হট্টগোল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি কিছু প্রবাসীর মুক্তি না পাওয়াকে কেন্দ্র করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলের হট্টগোল করেছেন কিছু প্রবাসী।


শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় আমিরাত থেকে দেশে ফেরা প্রবাসীদের আর্থিক সহায়তা প্রদানে এক‌টি অনুষ্ঠানের আয়োজন করে মন্ত্রণালয়।


নির্ধারিত সময়ে অনুষ্ঠানে আসেন আসিফ নজরুল। অনুষ্ঠান শুরু হয়। এর আধঘণ্টা পর মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বক্তব্য দিতে আসেন। এসময় উপস্থিত কিছু প্রবাসী হট্টগোল শুরু করেন।


তারা বলতে থাকেন, ‘মানি না, মানব না, এটা হবে না’। এ ধরনের স্লোগান আর হট্টগোল কিছু সময় চলতে থাকে। এতে অনুষ্ঠানে ব্যাঘাত ঘটে। একপর্যায়ে চেয়ার থেকে উঠে ডায়া‌সে আসেন আসিফ নজরুল। তিনি সবাইকে শান্ত হওয়ার অনুরোধ করেন। কিন্তু হট্টগোল থামানো যায়নি। পরে উপদেষ্টা প্রবাসীদের উদ্দেশ করে বলেন, আগামীকাল (রোববার) বিকেল ৩টায় মিটিং হবে, আপনারা আসবেন। কার কী অভিযোগ আমি শুনব।


উপদেষ্টার বক্তব্যে আশ্বস্ত হন প্রবাসীরা। তারপর অনুষ্ঠান পুনরায় শুরু হয়। উপদেষ্টা প্রবাসীদের মধ্যে চেক হস্তান্তর করেন। কিছু প্রবাসীর হা‌তে চেক হস্তান্তর ক‌রে বিদায় নেন আসিফ নজরুল।


হট্টগোল করা প্রবাসীদের ভাষ্য, জুলাই-আগস্টে আমিরাতে আন্দোলন করতে গিয়ে জেল খাটা শত শত প্রবাসী এখনো দেশটির কারাগারে বন্দি। কিন্তু তাদের মুক্ত করার জন্য সরকারের উদ্যোগ তারা দেখ‌তে পাচ্ছেন না। তাই তাদের দ্রুত ছাড়িয়ে নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তারা। কারাগারে বন্দি প্রবাসীদের দ্রুত মুক্ত কর‌তে সরকার‌কে অনুরোধ করেন তারা।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com