লামায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:১৩
লামায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বান্দরবান লামা থানার তংঙঝিরি ত্রিপুরা পাড়ায় অগ্নিসংযোগে ১৭টি বসতঘর ভস্মীভূত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে অগ্নিসংযোগে পুড়ে যাওয়া ঘর আবারও নির্মাণসহ সব ধরনের সহায়তা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।


২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ সব তথ্য জানানো হয়।


অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে এতে বলা হয়, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা গেছেন এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা করেছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।


প্রেস উইং আরও জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বান্দরবানের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আজই তংঙঝিরি।


পুলিশ সদর দফতর জানায়, লামা থানার তংঙঝিরি ত্রিপুরা পাড়ায় ২৫ ডিসেম্বর মধ্যরাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খ্রিষ্টান ধর্মাবলম্বী ত্রিপুরাদের ১৬টি ঘরে আগুন দেয়। এতে আনুমানিক প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com