
গ্রাহক সেবার মান বাড়াতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিস খোলা থাকবে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিআরটিএর উপপরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ অথোরিটির বিআরটিএ মেট্রো সার্কেল এবং জেলা সার্কেলসমূহে নিরবচ্ছিন্নভাবে গ্রাহক সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে শনিবার অফিস খোলা রাখার নির্দেশনা প্রদান করা হলো।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে এতে জানানো হয়।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]