সেপ্টেম্বরের আগে নির্বাচন তফসিল ঘোষণা হতে পারে: সিইসি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৫১
সেপ্টেম্বরের আগে নির্বাচন তফসিল ঘোষণা হতে পারে: সিইসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, ২০২৫ সালের সেপ্টেম্বরের আগে ভোটার তালিকা প্রণয়ন ও রাজনৈতিক দলের নিবন্ধন সম্পন্ন করার পর নির্বাচন তফসিল ঘোষণা হতে পারে। তিনি আরও জানান, আগামী বছরের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।


দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সিইসি বলেন, ‘বর্তমান সরকারের ওপর দেশের জনগণের প্রত্যাশা অনেক বেশি। তবে নির্বাচন ক্ষতিগ্রস্ত হওয়ার বা ভণ্ডুল হওয়ার কোনো পরিস্থিতি তিনি দেখছেন না।’ তিনি বলেন, ‘যখন জনগণ দেখতে পাবে যে, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, তখন তারা আমাদের পাশে দাঁড়াবে।’


সিইসি আরও বলেন, ‘কারও বয়স ১৮ বছর হলো কিন্তু কোনো ফয়সালা করলাম না, ভুয়া ভোটারের কোনো তালিকা করলাম না, তাহলে ভোটার তালিকা তৈরি করা খুব সহজ। মৃত ভোটার তালিকা থেকে বাদ যাক এটি সবাই চাচ্ছে। তাই ভোটার তালিকা তৈরি করা আমাদের জন্য চ্যালেঞ্জিং। জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী, ডিসি-এসপি নিরপেক্ষভাবে কাজ করবে, কেননা তাদের ওপর এখন চাপ নেই। আগে ওপর থেকে বিশাল একটা চাপ ছিল তাদের। তোমরা এমনভাবে নির্বাচন করবে যেন আমার দল জিতে। কিন্তু এখন তেমন পরিস্থিতি নেই। এখন তারা মুক্তভাবে কাজ করতে পারছে।’


এছাড়া, সিইসি জানান যে, দেশের নির্বাচন কমিশন কঠোরভাবে এই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন পরিচালনা করা সম্ভব হয়।


উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে বিতর্কিত এই নির্বাচনের পর, সাত মাসের মাথায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আগস্টে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এবং ২১ নভেম্বর গঠিত হয় নতুন নির্বাচন কমিশন।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com