
তিন দফা দাবি নিয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। তারা জানান, বিকেলের মধ্যে যদি কোনো উপদেষ্টা এসে তাদের দাবিগুলো না শুনেন তাহলে তারা সেখান থেকে উঠবেন না।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় সামনে যেতে চান ইনকিলাব মঞ্চ। কিন্তু পুলিশের বাধার মুখে সোয়া ১টার দিকে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে প্রধান বিচারপতির বাসভবনে সামনে বসে পড়েন নেতারা।
ইনকিলাব মঞ্চের দাবিগুলো হলো-
১. গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে।
২. সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র জনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]