লেবানন থেকে আরও ৯৫ প্রবাসী দেশে ফিরবেন মঙ্গলবার
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১২:৪৯
লেবানন থেকে আরও ৯৫ প্রবাসী দেশে ফিরবেন মঙ্গলবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে নবম দফায় দেশে ফিরবেন আরও ৯৫ জন প্রবাসী। মঙ্গলবার (১২ ন‌ভেম্বর) তাদের দেশে ফেরার কথা রয়েছে।


শুক্রবার (৮ ন‌ভেম্বর) স্থানীয় সময় রাতে বৈরুতে বাংলা‌দেশ দূতাবাস এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।


বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এমন ৯৫ বাংলা‌দে‌শিকে আগামী মঙ্গলবার বৈরুত থে‌কে দুবাই হ‌য়ে দেশে নেয়া হবে। তারা ওইদিন সকা‌লে বৈরু‌তের র‌ফিক হা‌রি‌রি আন্তর্জা‌তিক বিমানবন্দর থে‌কে সকাল ৭টা ২০ মি‌নিটে রওনা হয়ে রাত ১১টা ২০ মি‌নি‌টে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দরে পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।


এ পর্যন্ত লেবানন থে‌কে ৫২১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আর লেবানন থেকে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদে‌শি। যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।


এর আগে, গত ২১ অক্টোবর প্রথম দফায় ৫৪ জন দেশে ফেরেন। এরপর ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে আরও ৯৬ জন দেশে ফিরে এসেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ১৫০ জনকে দেশে ফেরত আনা হয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com