নারী ফুটবলারদের সমস্যা লিখিতভাবে চাইলেন প্রধান উপদেষ্টা
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১৫:১২
নারী ফুটবলারদের সমস্যা লিখিতভাবে চাইলেন প্রধান উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতে দেশে এনেছেন সাবিনারা। এ সম্মান বয়ে আনায় তাদেরকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংবর্ধনা দিয়েছেন। এ সময় ফুটবলাররা নিজেদের সমস্যার কথা তুলে ধরলে তাদেরকে সমস্যাগুলো লিখিতভাবে উপস্থাপনের অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা।


২ নভেম্বর, শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে এ কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


তিনি বলেন, প্রধান উপদেষ্টার উপস্থিতিতে নারী ফুটবলারদের সমস্যার বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রধান উপদেষ্টা খুব ধৈর্য সহকারে নারী ফুটবলারদের কথা শুনেছেন। সেগুলো লিখিতভাবে দেওয়ার জন্য বলেছেন। যেন আমরা খুব দ্রুত ব্যবস্থা নিতে পারি।


এর আগে, বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী ফুটবলারদের সংবর্ধনা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com