
৩০ অক্টোবর (বুধবার) নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশকে আবারও এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে অলঙ্কিত করায় নারী ফুটবলারদের সুখবর দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।
৩১ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে তিনি বলেন, নারী ফুটবল দলের বকেয়া বেতন ও বেতন কাঠামো নিয়ে দ্রুতই সুখবর আসছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সাফ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। বৈঠকে উপদেষ্টাদের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন মিডিয়ায় নারী ফুটবল দলের বেতন বকেয়া থাকার বিষয়টি উঠে এসেছে। সেটি সালাউদ্দিনের আমলের সমস্যা। তাদের বেতনের সমস্যা দ্রুত সময়ে সমাধান করা হবে।
অপরদিকে চ্যাম্পিয়ন ফুটবলারদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, বিসিবি থেকে চ্যাম্পিয়নদের পুরস্কৃত করা হবে। পরপর দুইবার চ্যাম্পিয়ন, তারা আমাদের গর্বিত করেছে। তাদেরকে ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে, আমরা যে রকম পারি আরকি।
উল্লেখ্য, মেয়েদের ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবারও চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যকে ৫১ লাখ টাকা পুরস্কার দিয়েছিল বিসিবি।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]