
কোনো ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সরকার সেটা দেখবেন বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
৩০ অক্টোবর, বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।
সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা আবশ্যকীয় জিনিসের ঘাটতি হতে দেব না। সার, চিনি, ছোলা, সয়াবিন তেল আমদানি করা খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমরা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছি।
তিনি আরও বলেন, রোজার জন্য সয়াবিন ও ছোলা। কিছুদিন পর খেজুরের ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নেব। কোনো ক্রমেই যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেটা আমরা দেখবো।
আমেরিকায় তার সঙ্গে ঝামেলার ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি তিনি।
এ সময় টাকা পাচারের বিষয়ে পরে জানাবেন বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]