
ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের প্রধান ফলকার টুর্ক বলেছেন, আইনের শাসন নিশ্চিত করা ও মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
আজ বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ফলকার টুর্ক।
বৈঠক শেষে ফলকার টুর্ক সাংবাদিকদের আরও বলেন, ‘আমরা বিভিন্ন বিষয়ে বৈঠকে বিশদ আলোচনা করেছি। আমাদের মধ্যে বাংলাদেশের মানবাধিকারবিষয়ক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে।’
দুই দিনের সরকারি সফরে গত সোমবার দিনগত রাতে ঢাকা এসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]