এবার সারদায় প্রশিক্ষণরত ৫৯ জন এসআইকে শোকজ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১৯:২০
এবার সারদায় প্রশিক্ষণরত ৫৯ জন এসআইকে শোকজ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৫৯ জন উপ-পরিদর্শক (এসআই) 'ক্লাসে বিশৃঙ্খলা সৃষ্টি' করার অভিযোগে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) পেয়েছেন। একাডেমিতে ২৫২ জন এসআইকে অব্যাহতি দেওয়ার পর নতুন করে এই ৫৯ জনের বিরুদ্ধে নোটিশ দেয়া হয়।


পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত পৃথক চিঠিতে সোমবার ১০ জন এবং বৃহস্পতিবার ৪৯ জনকে নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর তাদের মধ্যে নতুন করে অব্যাহতির আশঙ্কা দেখা দিয়েছে।


শুক্রবার (২৫ অক্টোবর) পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মাসুদুর রহমান ভুঞা বলেন, শোকজ বিভিন্ন কারণে দেওয়া হয়। এটা রুটিনমাফিক বিষয়।


বৃহস্পতিবারের নোটিশে বলা হয়েছে, ২১ অক্টোবর সন্ধ্যায় চেমনি মেমোরিয়াল হলে একটি ক্লাস চলাকালীন এসআইরা এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। আইন প্রশিক্ষকরা বারবার শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিলেও এসআইরা তা অমান্য করেছেন।


নোটিশে উল্লেখ করা হয়, “আপনার এ ধরনের শৃঙ্খলাবিরোধী আচরণ বাংলাদেশ পুলিশ একাডেমির নিয়মের পরিপন্থী।” ১৯৪৩ সালের পিআরবি বিধি অনুযায়ী, তাদের মৌলিক প্রশিক্ষণ থেকে কেন অব্যাহতি দেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


এর আগে ১৬ অক্টোবর জিমনেশিয়ামে ক্লাসের সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ১০ জনকে শোকজ দেওয়া হয়েছিল।


পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও পাবলিক রিলেশনস কর্মকর্তা (এআইজি) এনামুল হক সাগর জানিয়েছেন, ২৫২ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে, তবে শোকজ সম্পর্কে তার কাছে বিস্তারিত জানা নেই।


শোকজ পাওয়া কয়েকজন এসআই জানান, তারা এক বছর ধরে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। তারা আশঙ্কা করছেন, এই ঘটনা পর্যায়ক্রমে তাদের সকলের অব্যাহতি ঘটাবে।


একজন প্রশিক্ষণরত এসআই বলেন, “ক্লাসে কোনো বিশৃঙ্খলা হয়নি। এটা একটা নতুন নাটক সাজানো হয়েছে।” আরেকজন বলেন, “আমাদের বিরুদ্ধে ঢালাওভাবে অভিযোগ করা হচ্ছে, যা ঠিক নয়।” তারা সরকারের পতনের পর এ ধরনের অভিযোগের ফলে উদ্বেগ প্রকাশ করেছেন।


এই বছরের আগস্টে ৮২৩ জনকে এসআই পদে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয় এবং তাদের সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। ৪০তম ব্যাচের এই ক্যাডেটরা আগামী নভেম্বরে কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। তবে সরকার পতনের পর বিএনপি অভিযোগ তুলেছে যে নিয়োগে দলীয় বিবেচনা করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ২০ অক্টোবর সারদায় কুচকাওয়াজ স্থগিত করা হয় এবং ২১ অক্টোবর ২৫২ জন এসআইকে অব্যাহতির ঘোষণা করা হয়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com