
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক।
২৪ অক্টোবর, বৃহস্পতিবার সকালে তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
এ বিষয়ে ডিএমপির গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, মোস্তফা কামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা এখনো ঠিক হয়নি বলে জানান ডিবি কর্মকর্তা।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]