
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত সচিব মাহবুবা ফারজানাকে সচিব পদে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার।
২৩ অক্টোবর, বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় ফারজানাকে সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে গত ১২ সেপ্টেম্বর ওএসডি করা হয়। এরপর থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের পদটি খালি ছিল। এক মাস ১১ দিন পর নতুন সচিব পেল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আলাদা প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে ঢাকার বিভাগীয় কমিশনার এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক অতিরিক্ত সচিব মো. শহিদুল ইসলামকে রংপুরের বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]