সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ২১:১৩
সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।


৮ অক্টোবর, মঙ্গলবার দুপুরে মেডিকেলের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান শিশির রঞ্জন চক্রবর্তীকে সভাপতি করে ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।


এর আগে এম এ মান্নানকে সিলেট কেন্দ্রীয় কারাগারের হাসপাতাল থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে ওসমানী হাসপাতালে নেওয়া হয়।


হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালের বহির্বিভাগে চাপ থাকায় তাঁকে কেবিনে পরীক্ষা করা হয়। পরে সংশ্লিষ্ট চিকিৎসক তাঁকে ভর্তি করার জন্য বলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এম এ মান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com