পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে এডিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:১০
পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে এডিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সিনিয়র এডভাইজর এডিমন গিংটিং ও বাংলাদেশে এডিবির নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জেয়ং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


১৮ সেপ্টেম্বর, বুধবার রাজধানীর শের-ই-বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে সংস্থাটি বাংলাদেশকে যেকোনো বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী বলে জানিয়েছেন।


এ সময় এডিবি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়োংবো নিং এবং কান্ট্রি ইকোনোমিস্ট চন্দন সাপকোতা উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে এডিবি প্রতিনিধিরা বাংলাদেশে তাদের চলমান প্রকল্পগুলো এবং অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলো সম্পর্কে পরিকল্পনা উপদেষ্টাকে অবহিত করেন। উভয় পক্ষ প্রকল্প ব্যয় ও বাস্তবায়নের সময় কমিয়ে আনতে একমত পোষণ করেন।


পরিকল্পনা উপদেষ্টা প্রতিনিধিদলকে বলেন, অর্থনৈতিক উন্নয়নের কৌশল পুনঃনির্ধারণ এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এডিবি প্রতিনিধিরা টাস্ক ফোর্সসহ যেকোনও বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী বলে জানান।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com