ক্রমাগত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানি বাড়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র বাঁধের ১৬ জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। টানা ৩৬ ঘণ্টা পানি ছাড়ার পর কপাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
এতে সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে কর্ণফুলী নদীতে।
১৬ সেপ্টেম্বর, সোমবার সকাল ১০টায় দ্বিতীয়বারের মতো পানি ছাড়া বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পানি বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে কাপ্তাই হ্রদে পানি রয়েছে ১০৮ দশমিক ৩৯ ফুট মিনস সি লেভেল। হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট মিনস সি লেভেল।
এর আগে গত ২৫ আগস্ট সকাল ৮টা ১৫ মিনিট থেকে পানি ছাড়ার ব্যবস্থা করা হয়েছিল। টানা ১৪ দিন পানি ছাড়ার পর গত ৯ সেপ্টেম্বর সেটি বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]