
পদোন্নতি এবং সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত অবসরপ্রাপ্ত প্রায় ২ হাজার ৫০০ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন সিনিয়র সচিব মোখলেস উর রহমান। এ বিষয়ে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
১৬ সেপ্টেম্বর, সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সিনিয়র সচিব এ তথ্য জানান।
তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত পদোন্নতি এবং সুবিধাবঞ্চিত প্রায় ২,৫০০ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন।
এই বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। কমিটিকে তিন মাসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের সার্বিক সহায়তা প্রদান করবে।
সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, বঞ্চিত কর্মকর্তাদের সম্পর্কে যদি গোয়েন্দা তথ্য ইতিবাচক হয়, তবে তাদের পুনরায় চাকরিতে সুযোগ দেওয়া হতে পারে এবং আর্থিক সুযোগ-সুবিধা দেওয়া হবে।
বিবার্তা/জেনি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]