ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেনের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আশিকুল ইসলাম।
১৫ সেপ্টেম্বর, রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেনের অভিপ্রায় অনুযায়ী মো. আশিকুল ইসলামকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ২২০০০ টাকা থেকে ৫৩০৬০ টাকা বেতন স্কেলে (৯ম গ্রেডে) তার সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. আশিকুল ইসলামকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিবার্তা/জেনি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]