
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বুধবার (২৮ আগস্ট) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড ফাওজুল কবির খান বলেছিলেন, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কোম্পানিগুলো পুনর্গঠন করা হবে, সচিবরা যেগুলোর চেয়ারম্যান রয়েছে বদলে দেব।
খুব অপরিহার্য না হলে সচিবদের কোনো কোম্পানির বোর্ড চেয়ারম্যান রাখা হবে না বলেও জানিয়েছিলেন তিনি।
এর আগে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলম।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]