
আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল পুলিশ সদস্যকে স্ব স্ব কার্যালয়ে যোগদানের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম।
৭ আগস্ট, বুধবার বিকাল ৪টার দিকে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, আগামীকালের মধ্যে স্ব স্ব কর্মস্থলে রিপোর্ট করতে হবে। এ সময় তিনি যারা এখনো কর্মস্থলের বাইরে আছেন তাদের দ্রুত ফেরার আহ্বান জানান।
আইজিপি জানান, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেসকল হত্যা হয়েছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত করতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় নতুন পুলিশকে আরও জনবান্ধব করতে নানা উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
অপেশাদার, উচ্চাভিলাষী অফিসারদের কারণে নীতিমালা অনুসরণ না করা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে তাদের অনেক সহকর্মী নিহত ও আহত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এ সময় সকল পুলিশ সদস্যের জীবন মানের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান তিনি।
তিনি বলেন, আমাদের রাজারবাগ, সদর দফতর, সকল মেট্রোপলিটন ও জেলার সকলকে আগামীকাল সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। আমরা সুখী ও সমৃদ্ধশালী একটি দেশ গড়ে তুলব।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]