
আগামীকাল রবিবার (৪ আগস্ট) সব ধরনের ভিসা সার্ভিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে মার্কিন নাগরিকদের পরিষেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে।
৩ আগস্ট, শনিবার রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
এতে বলা হয়, আগামীকাল সমস্ত ভিসা এবং মার্কিন নাগরিক পরিষেবার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হবে। তবে পরবর্তী তারিখে তা পুনঃনির্ধারিত করা হবে। মার্কিন দূতাবাস আগামীকাল রবিবার সীমিত কার্যক্রমের জন্য খোলা থাকবে।
যারা জরুরি ভ্রমণ করতে চায় তাদের উদ্দেশে বলা হয়েছে, জরুরি ভ্রমণ পরিকল্পনাসহ আবেদনকারীরা ustraveldocs.com-এ একটি দ্রুত অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে পারবে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]