ডিএমপির সাত ইন্সপেক্টরকে বদলি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ১৪:৫৩
ডিএমপির সাত ইন্সপেক্টরকে বদলি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।


রবিবার (২৮ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক আদেশে এ বদলি করা হয়।


বদলি করা কর্মকর্তারা হলেন- প্রসিকিউশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুল হাইকে রমনা থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে, লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক পরেষ চন্দ্র সরকারকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক খোকন চৌধুরীকে ডিএমপি সদর দপ্তরের এডমিন প্রবাসী লিগ্যাল সার্ভিস সেলে, মুগদা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেবকে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে, ধানমন্ডি থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক(অপারেশন) মো. রাসেলকে একই থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে, ধানমন্ডি থানার নিরস্ত্র পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান মন্ডলকে শাহজাহানপুর থানায় একই পদে এবং লাইনওআর এর নিরস্ত্র পরিদর্শক সুখেন্দু বসুকে ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com