
নরসিংদী জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ, অস্ত্র লুট এবং কারাবন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গঠন করা তদন্ত কমিটি কারাগার পরিদর্শন করেছেন।
রবিবার (২৮ জুলাই) বেলা ১১ টার দিকে তদন্ত কমিটির প্রধান ড. ফারুক আহমেদসহ ৬ সদস্যের প্রতিনিধি দল কারাগার পরিদর্শন করেন।
২২ জুলাই সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ড. ফারুককে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি করে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ কমিটি করার ৫ দিনের মাথায় রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন প্রতিনিধিদল।
বেঁধে দেয়া ১০ দিনের মধ্যে ইতোমধ্যে অতিবাহিত হয়েছে ৫ দিন। আগামী ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া যাবে কি না এমন প্রশ্নের জবাবে তদন্ত কমিটি প্রধান ড. ফারুক আহমেদ বলেন, ‘সেটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্ভব না হয়, সময় বাড়ানো হবে৷ তবে, জোরালো চেষ্টা চলছে দ্রুত গতিতে তদন্ত শেষ করার কাজ। মাঠ পর্যায়ে রবিবার থেকে কাজ শুরু করেছি আমরা। স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলবো আমরা, ভিডিও ফুটেজ যদি পাওয়া যায় সেগুলো খতিয়ে দেখা হবে।’
এসময়, ৬ সদস্যের তদন্ত কমিটি ছাড়াও নরসিংদী জেলা কারাগারের সাময়িক বহিস্কৃত জেল সুপার আবুল কালাম, জেলার মো. কামরুজ্জামান ছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা চালায় একদল দুবৃত্ত। লুট করা হয় ৮৫ টি অস্ত্র এবং প্রায় ৮ হাজার গুলি। এসময় পালিয়ে যায় ৯ জঙ্গিসহ ৮২৬ কারাবন্দি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]