রাজধানীসহ চার জেলায় কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ২৩:২৮
রাজধানীসহ চার জেলায় কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামীকাল রবিবার থেকে মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চার জেলায় কারফিউ শিথিল থাকবে। এ জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী। অন্য জেলায় কারফিউর বিষয়ে সিন্ধান্ত নেবে জেলা প্রশাসন।


আজ শনিবার (২৭ জুলাই) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমকে এ তথ্য জানান।


এর আগে, শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে। সে পর্যন্ত সবাইকে একটু অপেক্ষা করতে বলেছেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারফিউ শিথিল করা যায় কিনা আমরা দেখছি। পুলিশ বিজিবি, সেনাবাহিনী কাজ করছে। জনজীবন স্বাভাবিক হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। জনগণকে ধৈর্য্য ধরতে হবে। এ বিষয়ে শনিবার (২৭ জুলাই) আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত আতে পারে বলেও জানান তিনি।


কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার কারণে গত ১৯ জুলাই রাত ১২টা থেকে দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছিল। সেটি এখনও চলমান রয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিথিল করা হচ্ছে কারফিউ।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com