
টানা ৬ দিন বন্ধ থাকার সীমিত পরিসরে চালু হয়েছে ইন্টারনেট সেবা।
২৩ জুলাই, মঙ্গলবার বিকাল ৭টা থেকে পুনঃরায় ইন্টারনেট সেবা চালু করা হয়।
এর আগে ১৮ জুলাই, বৃহস্পতিবার দুর্বৃত্তদের হামলায় মহাখালীর ডাটা সেন্টার পুরে যাওয়ায় রাত ৯ টা থেকে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।
পরে টানা ৬ দিনের চেষ্টায় মঙ্গলবার বিকাল ৭ টা থেকে সাময়িকভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়।
এর আগে মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে দেশজুড়ে বন্ধ থাকা ইন্টারনেট সেবার বিষয়ে সুখবর দেন ডাকা, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, আজ রাতেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে।
পলক বলেন, অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায় চালু করা হবে ব্রডব্যান্ড ইন্টারনেট।
আজ বেলা ১টার দিকে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার এলাকার ব্রডব্যান্ড সঞ্চালন লাইন ও ডাটা সেন্টার পরিদর্শন করতে যান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে দুর্বৃত্তদের দেয়া আগুনের পর রাত থেকে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]