
কোটা বিরোধী আন্দোলনে সর্বাত্মক অবরোধের ডাকে সাড়া দিয়ে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় কর্মসূচি পালনে নামে ব্র্যাক ইউনিভার্সিটি ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা।
১৮ জুলাই, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ কর্মসূচি পালন করছিলেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বেশ কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতর ঢুকে পড়লে তাদের পিছু নিয়ে ঢুকে পড়েন বেশ কয়েকজন পুলিশ সদস্যও। তবে ক্যাম্পাস ভবনের ভেতর ঢুকে পড়লে সেখানে আটকে পড়েন পিছু নেওয়া পুলিশ সদস্যরা। পরবর্তীতে খবর পেয়ে তাদের উদ্ধারে এগিয়ে আসে র্যাবের হেলিকপ্টার।
বৃহস্পতিবার (১৮ জুলাই) মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ঘটে এ ঘটনা।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে থাকা পুলিশ সদস্যদের উদ্ধারে দুটি হেলিকপ্টার আসতে দেখা গেছে। একটি হেলিকপ্টারে কয়েকজন পুলিশ সদস্যকে তুলে নিয়ে যেতে দেখা যায়।
এ বিষয়ে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদে আটকে পড়া ৬০ জন পুলিশ সদস্যকে উদ্ধার করেছে র্যাব ফোর্সেসের হেলিকপ্টার।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]