
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেছেন, বিএনপি-জামায়াত কোটা আন্দোলনের ছেলেমেয়েদের ব্যবহার করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। বিএনপি-জামায়াত কোটা আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করছে। ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্মম নির্যাতন করছে।
বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টায় শাহবাগ প্রজন্ম চত্বরে কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মুক্তিযোদ্ধা ছাত্র জনতার মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মহাসমাবেশের আয়োজন করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গৌরব '৭১।
সরকারের নিরবতাকে দুর্বলতা না ভাবার হুঁশিয়ারি দিয়ে মেজবাউল হোসেন সাচ্চু বলেন, অনেক সহ্য করেছি। আমরা আর সহ্য করবো না।
এসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, কোটা আন্দোলনের নামে বিএনপি-জামায়াত হত্যা চালিয়ে তাণ্ডব চালানোর চেষ্টা করছে। কোটা আন্দোলনের বিএনপি-জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কোনো ষড়যন্ত্র কাজ হবে না। কেউ যাতে নৈরাজ্য করতে না পারে এজন্য নেতা-কর্মীদের সতর্ক থাকার আহবান জানান তিনি।
গৌরব '৭১ এর সভাপতি মনিরুল ইসলাম মনি'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এফএম শাহীনের সঞ্চালনায় মহাসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক মশিউর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি জামাল উদ্দীন চৌধুরী, একাত্তরের গেরিলা যোদ্ধা জহিরউদ্দিন জালাল (বিচ্চু জালাল), বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. জাহানারা আরজু, মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মো. আল মামুন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তানভীর শাকিল জয় এমপি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, বিবার্তা২৪ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি, গৌরব ’৭১ এর সহ সভাপতি হাবিবুর রহমান রোমেল, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রূপম প্রমুখ।
বিবার্তা/সোহেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]