জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০৯
জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান হামিমকে মারধরের ঘটনা ঘটেছে।


মঙ্গলবার (১৬ জুলাই) শেখ হাসিনা বার্ন ইউনিটের সামনে এ হামলার ঘটনা ঘটে।


জানা গেছে, বাংলাদেশ ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে রাজু ভাস্কর্যে যাচ্ছিলেন হামিম। এ সময় আন্দোলনকারীরা হামিমকে অবরুদ্ধ করে তার বাইক ভাঙচুর করেন এবং তাকে হলের গেস্টরুমে নিয়ে যান। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত তাকে সেখানে আটকে রেখে নির্যাতন করা হয়।


এ বিষয়ে আহত হামিম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচিতে যাওয়ার সময় শেখ হাসিনা বার্ন ইউনিটের সামনে (চাংখারপুল) সাধারণ শিক্ষার্থীরা আমার ওপর হামলা করে। তারা অমর ২১শে হলের গেস্টরুমে নিয়ে আটকে রেখে দেড়ঘণ্টা অমানবিক নির্যাতন চালায়।


তিনি বলেন, প্রথমে তারা আমার মোবাইল ফোন চেক করে। দেখতে পায় প্রধানমন্ত্রীর ছবি। তখনই আমাকে মারধর করে। সাধারণ শিক্ষার্থীরা এটা করতে পারে না। আমার সাথে থাকা মটরসাইকেলও ভাঙচুর করেছে তারা।


এদিকে, হামিমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা ন্যাশনাল মেডিকেলে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com