
দীর্ঘদিন ক্ষমতায় থাকায় উন্নয়নের ধারা অব্যাহত আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আর্থ সামাজিক খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হয়েছে বাংলাদেশ।
৭ জুলাই, রবিবার ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের সম্পদ অন্যের হাতে তুলে দিয়ে বঙ্গবন্ধুর কন্যা কখনও ক্ষমতায় যায়নি, আগামীতেও যেতে চাই না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কারও রক্তচক্ষুকে ভয় করে না বাংলাদেশ। এ দেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। খবরদারি করা বড় দেশগুলোও এখন বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি অস্বীকার করতে পারে না। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর যারা আমার নিরাপত্তা দেন, তারাও যথেষ্ট ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। তাদের জন্য আমি দোয়া করি।’
সরকারপ্রধান বলেন, ‘সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা খুব জরুরি। সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মান সম্পন্ন করা হচ্ছে। পিজিআরের উন্নত প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার।’
এ সময় সরকারপ্রধান অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্ব পালন করার সময় নিহত ও আহত পিজিআর সদস্যদের আর্থিক অনুদান ও শুভেচ্ছা উপহার তুলে দেন।
বিবার্তা/ইমি/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]