শিখা অনির্বাণে বিদায়ী সেনাপ্রধানের পুষ্পস্তবক অর্পণ
বিবার্তা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১১:৪১
শিখা অনির্বাণে বিদায়ী সেনাপ্রধানের পুষ্পস্তবক অর্পণ
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।


রবিবার (২৩ জুন) সকাল ১০টার শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।


পরে সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এস এম শফিউদ্দিন আহমেদ। এরপর সেনাকুঞ্জে তাকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। এরপর সেখানে একটি গাছের চারা রোপণ করেন বিদায়ী সেনাপ্রধান।


এর আগে শনিবার (২২) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন এস এম শফিউদ্দিন আহমেদ। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।


তিনি সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম, বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।


তার আগে শুক্রবার (২১ জুন) ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এস এম শফিউদ্দিন আহমেদ।


গেল তিন বছর বাংলাদেশ সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন জেনারেল শফিউদ্দিন। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com