শক্তি কমে ঘণ্টায় ১৬ কিমি বেগে রেমাল
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০০:১৩
শক্তি কমে ঘণ্টায় ১৬ কিমি বেগে রেমাল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ধীরে ধীরে শক্তি কমছে ঘূর্ণিঝড় রেমালের। তবে এটি উপকূল অতিক্রমে দীর্ঘ সময় নেবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর ফলে কমে আসবে ক্ষয়ক্ষতির পরিমাণ।


২৬ মে, রবিবার রাতে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রেমাল ক্রমশ শক্তি হারিয়ে উপকূলের ভেতর দিয়ে এগোচ্ছে।
শক্তি কমে আসায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে। বড় কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তবে গাছপালা ভেঙে যাওয়া ও উপড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।


আবহাওয়া অফিস আরও জানিয়েছে, রেমাল ঘণ্টায় ১৬ কিলোমিটার বেগে চলছে এখন। শক্তি কমে আসায় বৃষ্টির পরিমাণ বাড়বে।


এদিন সন্ধ্যা ৬টার পরপরই উপকূলে আঘাত হানে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি। সবশেষ খবর অনুযায়ী এটি সুন্দরবন এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। ঝড়টি সাতক্ষীরা, খুলনা, যশোর, মেহেরপুরের ওপর দিয়ে উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com