
দিল্লির চোখে বাংলাদেশকে দেখে না জানিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও আইপিএস অফিসার মাক্সওয়েল মার্টিন বলেন, দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তি অভিন্ন মূল্যবোধ ও ভবিষ্যতের সম্ভাবনা।
২৫ এপ্রিল, বৃহস্পতিবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসে আইপিএস নিয়ে এক ব্রিফিং এসব কথা বলেছেন তিনি।
মাক্সওয়েল বলেন, দুই দেশের সম্পর্ক চীন, ভারত বা রাশিয়ার দ্বারা প্রভাবিত নয়। যুক্তরাষ্ট্র আশা করে না যে প্রতিটি দেশ তাদের মতো করেই চীন সম্পর্কে একই মূল্যায়ন করবে। আর চীনের সাথে সম্পর্ক নিয়ে মাথাব্যথা নেই যুক্তরাষ্ট্রের।
ব্রিফিং সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশ নিয়ে দেশটির নির্বাচনের আগে যে দৃষ্টিভঙ্গি ছিল তা কতটা পরিবর্তন হয়েছে। কোনো নিষেধাজ্ঞা আসতে পারে কিনা। তবে এসব নিয়ে মন্তব্য করতে মন্তব্য করার মতন অবস্থানে নেই বলে জানান তিনি। এরপর ম্যাক্স বলেন, নির্বাচনের পর সার্বিক বিষয় পর্যাচলোনা করছে তার দেশ। সম্ভাব্য কাজের স্থানগুলো নিয়ে কাজ করছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]