
ঈদযাত্রায় রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখী মানুষ। এতে বাস টার্মিনালগুলোর পাশাপাশি যাত্রীরা ভিড় জমছে রেল স্টেশনে। এদিকে ঈদ উপলক্ষ্যে বিশেষভাবে ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার (৫ এপ্রিল) ভোর থেকে তৃতীয় দিনের ঈদযাত্রা শুরু হয়েছে। এ দিনেও তেমন ভোগান্তি ছিল না ট্রেনগুলোতে। দেখা মেলেনি উপচে পড়া ভিড়ের। ফলে স্বস্তি নিয়ে নাড়ির টানে ছুটছেন যাত্রীরা। তবে গত দু’দিনের তুলনায় আজ যাত্রীচাপ কিছুটা বেড়েছে। প্রতিটি ট্রেনই যথা সময়ে ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন গন্তব্যে। এছাড়া যাত্রীদের নিরাপত্তায় কমলাপুর স্টেশনে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলাবাহিনীর বিপুল সদস্য।
মূলত যারা সোমবার এবং মঙ্গলবারের ছুটি নিতে পেরেছেন তারা সবাই গতকাল বিকেল থেকেই বাড়ির পথ ধরতে পারছেন। ফলে গতকাল রাত থেকেই সব স্টেশনে যাত্রীচাপ বেড়েছে।
গত দু’দিনের মতো আজও কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রবেশ মুখে অপ্রয়োজনীয় গাড়িগুলো আটকে দেয়া হচ্ছে। প্ল্যাটফর্মে প্রবেশেও ভোগান্তি পোহাতে হচ্ছে না যাত্রীদের। প্রবেশপথে টিটিই টিকিট চেক করে যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশ করতে দিচ্ছেন। এতে যাত্রী ছাড়া অন্য কেউ এবার প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছে না। যা স্বস্তির কারণ হয়েছে যাত্রীদের কাছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনে দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, প্ল্যাটফর্ম এলাকায় টিকিটবিহীন কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এতে ভিড় কিছুটা কম। যারা আছে, সবাই যাত্রী। এতে করে প্লাটফর্ম চত্বরের পরিবেশ ভালো আছে।
স্টেশনের যাত্রীরা জানান, এবারের ঈদযাত্রায় এখন পর্যন্ত কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। ছুটির দিন সকালে সড়কেও তেমন যানজটে পড়তে হয়নি। তবে এবার অনলাইনে ট্রেনের টিকিটও পাওয়া গেছে সহজেই। ঢাকা রেলওয়ে স্টেশন থেকেও ট্রেনে উঠতেও নিজ আসনে পৌঁছাতে কোনো বেগ পোহাতে হয়নি। ফলে এখন পর্যন্ত ট্রেনযাত্রা নির্ভেজাল মনে হচ্ছে।
ট্রেন যাত্রায় যাত্রীদের সার্বিক নিরাপত্তা দিতে প্ল্যাটফর্ম এলাকায় প্রবেশের মুখে র্যাব, পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]