
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা থেকে সারাদেশে ঈদ পালন করতে যাবে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সড়ক, নৌ ও রেলপথ সবদিকেই নজর থাকবে পুলিশের। তবে সড়কে বেশি মনোযোগ দিচ্ছে পুলিশ।
বুধবার (৩ এপ্রিল) আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্য ডিএমপির হেডকোয়ার্টার্সে ঢাকা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
লাইসেন্সবিহীন চালক, অতিরিক্ত যাত্রী বহন, দ্রুত গতিতে গাড়ি না চালানোর আহ্বান জানিয়ে ডিএমপি) কমিশনার বলেছেন, ঈদে কোনও ফিটনেসবিহীন গাড়ি সড়ক- মহাসড়কে চলাচল করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার পাশের জেলাগুলোর ১১টি পথে সুন্দর ব্যবস্থাপনার নির্দেশ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, আঞ্চলিক এলাকাগুলোতেও পুলিশের নজরদারি থাকবে।
লাইসেন্সবিহীন চালক, অতিরিক্ত যাত্রী বহন, দ্রুত গতিতে গাড়ি না চালানোর কথা জানিয়ে তিনি আরও বলেন, সড়ক-মহাসড়কে ঈদে কোনও ফিটনেসবিহীন গাড়ি চললে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
নির্দিষ্ট কাউন্টার ছাড়া টিকিট বিক্রি হলে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়ে কমিশনার বলেন, মন্ত্রণালয়ের করা দেয়া নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত নেয়া হলে ব্যবস্থা নেবে পুলিশ। একই সঙ্গে চাঁদাবাজির অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়ারও কথা জানান।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]