
পার্লামেন্ট মেম্বারস ক্লাবের নির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার বেনজীর আহমেদের কাছে ২৫ সদস্যের প্যানেল জমা দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ।
২ এপ্রিল, মঙ্গলবার জাতীয় সংসদ সূত্রে এ তথ্য জানা যায়।
সংসদ সচিবালয় জানায়, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে সভাপতি করে সহ-সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, সহ-সভাপতি হুইপ ইকবালুর রহিম, সহ-সভাপতি মাহবুব আরা বেগম গিনি, সাধারণ সম্পাদক হুইপ নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন (অব:) এ বি তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এবং সদস্য আ স ম ফিরোজ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এবং জারা জাবীন মাহবুবসহ মেম্বারস ক্লাবের অন্যান্য আজীবন সদস্যদের নিয়ে প্যানেলটি গঠিত হয়।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের ৯০ দিনের মধ্যে পার্লামেন্ট মেম্বারস ক্লাব নির্বাহী কমিটির এই নির্বাচনের রেওয়াজ রয়েছে। আগামী ৪ এপ্রিল যাচাই-বাছাই শেষে ৮ এপ্রিল এই কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]