
গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনাসহ ৬০ জনকে আটক করেছে নৌপুলিশ।
১ এপ্রিল, সোমবার বিকেলে নৌ পুলিশ সদর দফতরের পুলিশ সুপার (মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে।
গত ২৪ ঘণ্টায় নৌপুলিশের বিভিন্ন অভিযানে মোট ৭১ লাখ ৪১ হাজার ৮০০ মিটার অবৈধ জাল, ১ হাজার ৪ শত ৩৮ কেজি মাছ, বিভিন্ন প্রজাতির বাগদা রেনু পোনা ৮৪ হাজার পিস এবং ১৩টি ঝোপ ধ্বংস করে ত্রিশটি বাঁশ জব্দ করা হয়।
এ অভিযানে ১০টি নিয়মিত মৎস্য মামলা এবং একটি বেপরোয়া গতির নৌযানের মামলাসহ মোট ১১টি মামলা দায়ের করা হয়। এছাড়া এই অভিযানে আটক ৬০ জন আসামির মধ্যে ২৪ জন আসামির বিরুদ্ধে ১০টি মৎস্য মামলা, ২ জনের বিরুদ্ধে একটি বেপরোয়া গতির মামলা, ১ জনকে মোট তিন হাজার টাকা জরিমানা, ৬ জনকে সাজা প্রদান, ৮ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় খালাস প্রদান এবং ১৯ জন আসামি ও ১২টি বাল্কহেডের বিরুদ্ধে ১২ টি প্রসিকিউশন দাখিল।
উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]