তিন দিনের মধ্যে বাংলাদেশে পেঁয়াজ প্রবেশ করবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ১৯:৫৫
তিন দিনের মধ্যে বাংলাদেশে পেঁয়াজ প্রবেশ করবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী তিন দিনের মধ্যে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ প্রবেশ করবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।


তিনি বলেন, ভারত থেকে পেঁয়াজ আজ কিংবা আগামীকাল ট্রেনে উঠবে। যা তিন দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে।


২৩ মার্চ, শনিবার টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশে এর কোন প্রভাব পরবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করেছে কি না তা আমার জানা নেই। পেঁয়াজ আসা নিয়ে কোনো রকম সমস্যা আছে বলেও আমার জানা নেই।


তিনি বলেন, বাজার তার আপন গতিতেই চলবে। ৫ থেকে ১০ টাকা বাড়লে সেটা নিয়ে কিছু না করা হলেও কেউ যদি মজুদদারি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিক বাজারে বেচা-কেনায় বাণিজ্য মন্ত্রণালয় কোনোরকম পুলিশি তৎপরতা বা ম্যাজিস্ট্রেসি তৎপরতা প্রয়োজন নেই। তিনি মনে করেন, বাজারে যথেষ্ট পরিমাণ পণ্যের সরবরাহ আছে এবং দামও যৌক্তিক পর্যায়ে আছে।


চালের মূল্য বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, চাল খাদ্য মন্ত্রণালয়ের বিষয়। এ কারণে আরেক মন্ত্রণালয়ের বিষয়ে কোনো কিছু বলা ঠিক হবে না।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com