
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে ভারত।
১৭ মার্চ, রবিবার ঢাকায় ভারতের হাইকমিশন এক বার্তায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করে।
ভারতীয় হাইকমিশনের বার্তায় বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি জানাই আন্তরিক সম্মান ও গভীর শ্রদ্ধা। স্বাধীনতার একজন পথপ্রদর্শক হিসেবে যিনি বাংলাদেশের মানুষকে অদম্য চেতনা ও আপসহীন ইচ্ছাশক্তি নিয়ে তাদের অধিকার আদায়ে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন। তাঁর জীবন ও কর্ম আমাদের অনুপ্রাণিত করে চলেছে। তাঁর পরম্পরা আশার আলোকবর্তিকা হিসেবে কাজ করে ভারত-বাংলাদেশ মৈত্রীকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের ভবিষ্যতের পথে পরিচালিত করে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]