পুরান ঢাকার কেমিক্যাল ফ্যাক্টরিগুলো সরিয়ে নিতে হবে: তারানা
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ২০:৩৯
পুরান ঢাকার কেমিক্যাল ফ্যাক্টরিগুলো সরিয়ে নিতে হবে: তারানা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর পুরান ঢাকার কেমিক্যাল ফ্যাক্টরিগুলো (রাসায়নিক কারখানা) সরিয়ে নেয়া প্রয়োজন বলে মনে করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।


৫ মার্চ, মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেয়া বক্তব্যে তারানা হালিম এ সব কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।


তারানা হালিম বলেন, আমি দুঃখ প্রকাশ করছি এবং সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি তাদের, যারা বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। পুরান ঢাকায় কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুনের কারণে এ ধরনের একটি অগ্নিকাণ্ড ঘটেছিল। তারপর কিন্তু সেই কেমিক্যাল ফ্যাক্টরিগুলো সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কার্যকর করতে গিয়ে দেখা যায়, বাসিন্দারা এ কাজে সহায়তা করেন না। কাজেই বাসিন্দারাদেরও চিন্তা করতে হবে, এ ধরনের দুর্ঘটনা ঘটলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন তারাই। কাজেই এ কেমিক্যাল ফ্যাক্টরিগুলো সরিয়ে নেয়া প্রয়োজন।


তিনি বলেন, অনেক সময় দেখা যায়, বাণিজ্যিক স্থান যদি সরকার নির্ধারিত জায়গায় হয়, তাহলে ফায়ার এক্সিট বাধ্যতামূলকভাবে করা হয়। কিন্তু যত্রতত্র গড়ে ওঠা এবং বাসাবাড়ির জন্য তৈরি করা ভবন বাণিজ্যিক স্থান হিসেবে ব্যবহৃত হলে ফায়ার এক্সিট থাকে না। তখন এসব সমস্যা হয়। আমরা দেখতে পাই সেখানে ফায়ার এক্সিট তো ছিলই না, একই সঙ্গে বিভিন্ন গ্যাস সিলিন্ডার ছিল। যে কারণে আগুনের তীব্রতাটা বেশি হয়েছিল।


অনুরোধ জানিয়ে তারানা হালিম বলেন, সরকারি যেসব ডিপার্টমেন্ট আছে তারা সমন্বিতভাবে এই কাজগুলো করবে। জনগণ তাতে সহায়তা করবে। কারণ এতে তাদেরই জীবন রক্ষা পাবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com