
পাট শিল্পের ক্ষতিতে মধ্যস্বত্বভোগীদের দায়ী করে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পাট শিল্পের ক্ষতিসাধনের মূলহোতা ছিল মধ্যস্বত্বভোগীরা। তাদের কবল থেকে পাট চাষি ও পাট শিল্পকে রক্ষা করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।
৪ মার্চ, সোমবার ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠানে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
পাটমন্ত্রী বলেন, আমাদের দেশের পাট ও বস্ত্র শিল্প অনেক দূর এগিয়ে গেছে। আজকের সম্মেলনে ডিসিরা নানান সুপারিশ উপস্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে বন্ধ পাটকলগুলো চালু করা। এছাড়া, পাট বীজের বিষয়েও কথা হয়েছে, আমরা তা গুরুত্ব সহকারে নিয়েছি। এ মাসের শেষের দিকে পাট বীজ বপন করা হবে।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যে পাটকলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু আজীবনের জন্য বন্ধ করা হয়নি। আগামী ১৪ তারিখ বন্ধ থাকা ছয়টি মিল নতুন আঙ্গিকে প্রধানমন্ত্রী উদ্বোধন করবে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]