আগামীকাল তিনদিনের অবকাশ যাপনে সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৩
আগামীকাল তিনদিনের অবকাশ যাপনে সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তিনদিনের অবকাশ যাপনে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সফরে আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


আগামীকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) সাজেকে যাবেন রাষ্ট্রপতি।


তার আগমন উপলক্ষ্যে বাঘাইছড়ির পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


রাষ্ট্রপতির এ সফরে রিসোর্ট-কটেজ ও রেস্তোরাঁর কোনোটাই বন্ধ থাকছে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।


তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে সাজেকে কটেজ, রেস্টুরেন্ট কোনোটাই বন্ধ থাকবে না। রাষ্ট্রপতি অন্যান্য পর্যটকদের সঙ্গেই সাজেকের সৌন্দর্য উপভোগ করবেন।


রাষ্ট্রপতি আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সাজেকে অবস্থান করবেন বলে জানান জেলা প্রশাসক।


এর আগে রাঙামাটি জেলা প্রশাসক বরাবরে রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১০-১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাঙামাটি জেলার সাজেক সফর করবেন। এ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের গমনাগমনের প্রশাসনিক, আবাসন ব্যবস্থা ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে গত বছরের ২০-২২ ডিসেম্বর পর্যন্ত তিনদিন রাষ্ট্রপতির সাজেক সফরের শিডিউল থাকলেও পরে ‘অনিবার্য কারণবশত’ সফরটি স্থগিত করা হয়।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com