
দ্বাদশ জাতীয় সংসদের ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যকে (এমপি) গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগামী রবিবার সন্ধ্যায় তাদের গণভবনে যেতে আমন্ত্রণ জানানো হয়েছে।
২৪ জানুয়ারি, বুধবার এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের সব স্বতন্ত্র সংসদ সদস্যকে আগামী ২৮ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় তার সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন।
সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে ২২৩ আসন, স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৬২ আসনে, আর ১১টি আসনে জয় পেয়েছে জাতীয় পার্টি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পাওয়াদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।
তবে আগামী ২৮ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্বতন্ত্র সংসদ সদস্যরা দেখা করার পর বিষয়টির সমাধান হতে পারে। ৩০ জানুয়ারি বর্তমান সরকারের প্রথম অধিবেশন। তাই এর আগেই স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট গঠন করা হতে পারে বলে জানা গেছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]