মাঝ আকাশে বিমানের উইন্ডশিল্ডে ফাটল
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ২১:১৪
মাঝ আকাশে বিমানের উইন্ডশিল্ডে ফাটল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সৌদি আরবের পথে রওনা হওয়ার পর ককপিটের কাচে (উইন্ডশিল্ড) ফাটল দেখা দেওয়ায় ২ ঘণ্টা বাদে ২৯৭ আরোহী নিয়ে শাহজালাল বিমান বন্দরে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।


২০ জানুয়ারি, শনিবার বিকালে ওড়ার দুই ঘণ্টা পর বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে এ ত্রুটি দেখা দেয়। ওই ফ্লাইটে ২৮৫ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন, ক্যাপ্টেন ছিলেন তানিয়া রেজা।


বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, দাম্মামগামী ফ্লাইটের উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয়। পরে কলকাতার বিমানবন্দরে যাত্রীদের নামিয়ে ফ্লাইটটি ফেরত আসে। কলকাতার যাত্রীদের নিয়ে ২১ জানুয়ারি, রবিবার একটি ফ্লাইট গন্তব্যের উদ্দেশে উড়ে যায়।


তবে ত্রুটির কারণ বিষয়ে তিনি তেমন কিছু জানাতে পারেননি।


বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন, এ বিষয়ে বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উইন্ডশিল্ডে ফাটলের কারণ অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।


বিমানের প্রকৌশল ও উপাদান ব্যবস্থাপনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মোয়াজ্জেম হোসেন বলেন, 'উড়ার পর আকাশে উইন্ডশিল্ডে ক্র্যাক দেখা দেয়। চার বছরের মাথায় সাধারণত এমন ঘটনা হওয়ার কথা না। আমরা বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ করছি, এটা ম্যানুফাকচারিং ফল্ট, না অন্য কোনো কারণে হয়েছে- সেটাও আইডেন্টিফাই করার চেষ্টা চলছে।'


এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিমানের একটি বোয়িং ৭৩৭-এর ককপিটের কাচ ফেটে গেলে সেটি মালয়েশিয়ায় গ্রাউন্ডেড করা হয়। একই বছরের আগস্টে দোহার উদ্দেশে ছেড়ে যাওয়া আরেকটি বোয়িং ড্রিমলাইনার মাঝ আকাশে একই সমস্যার মুখোমুখি হলে সেটিকে ভারতের আকাশসীমা থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়।


এভিয়েশন খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, উইন্ডশিল্ড ভেঙে গেলে উড়োজাহাজের অভ্যন্তরের চাপ কমে গিয়ে সেটি ভারসাম্যহীনতার মতো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে পারে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com