ইসির পর্যবেক্ষক কার্ড পাচ্ছেন ১৬ জাপানি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৫:১০
ইসির পর্যবেক্ষক কার্ড পাচ্ছেন ১৬ জাপানি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হতে আবেদন করা জাপানের ১৬ জনকে ‘পর্যবেক্ষক’ কার্ড দিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


চিঠিতে বলা হয়, দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকায় অবস্থিত জাপানিজ দূতাবাস থেকে আবেদন করা ১৬ জন নির্বাচন পর্যবেক্ষকের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর ও সদর দপ্তর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর থেকে নিরাপত্তা ছাড়পত্র ও ভিসা ইস্যুকরণে অনাপত্তি জ্ঞাপন করেছে।


এই অবস্থায়, নির্বাচন কমিশনকে পরবর্তী কার্যক্রমের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


যে ১৬ জনের নামে পর্যবেক্ষক কার্ড ইস্যু করতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়: মাসাতো ওয়াতানাবে, কাজুয়োশি পল কুরোদা, অ্যানরি উনো, কিমিনোরি ইওয়ামা, তাতসুয়া মাচিদা, শিম্মুরা কাতসুমি, তোমো মিনামি, কোবায়শি ইয়োশিয়াকি, কানা কোবায়াশি, তাইচি কুদো, হারুতা হিরোকি, কাওয়াই হিরোশি, আতসুশি কাতো, ওয়াতারু কাইয়া, ইয়াকুয়েমা, তাকুয়েমা।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com