কমলাপুর রেলওয়ে স্টেশন ও ট্রেনের সার্বিক নিরাপত্তায় এনএসআই ও র‍্যাব
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ২০:১৪
কমলাপুর রেলওয়ে স্টেশন ও ট্রেনের সার্বিক নিরাপত্তায় এনএসআই ও র‍্যাব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে কমলাপুর রেলওয়ে স্টেশনসহ ট্রেনের সার্বিক নিরাপত্তা দেবে সিটি এনএসআই এবং র‍্যাব।


এ লক্ষ্যে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) থেকে সিটি এনএসআইয়ের ১২ জন এবং র‍্যাবের ৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। সদস্যরা এরই মধ্যে যৌথ কার্যক্রম শুরু করেছে।


জানা গেছে, বিকেল ৩টা ৩০ মিনিটি থেকে রেলওয়ে স্টেশন ও ট্রেনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এনএসআই ও র‍্যাবের সদস্যরা কমলাপুর রেলওয়ে স্টেশন ও ট্রেনের নিরাপত্তায় নজরদারি, সন্দেহভাজন ব্যক্তি এবং তার সঙ্গে বহনকৃত ব্যাগ তল্লাশি শুরু করছে। যাতে দুষ্কৃতিকারীরা কোনো প্রকারের দাহ্য পদার্থ এবং অবৈধ মালামাল বহন করতে না পারে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com