যেসব প্রতীক পেলেন ঢাকার প্রার্থীরা
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:১৫
যেসব প্রতীক পেলেন ঢাকার প্রার্থীরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার কার্য ক্রম চলছে। রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ও পুরান ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রার্থীরা প্রতীক সংগ্রহ করছেন। এরই মধ্যে অনেকে পেয়ে গেছেন নৌকা, লাঙ্গলসহ অন্যান্য প্রতীক।


সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল পৌনে ১০টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হয়।


দুপুর পর্যন্ত পুরান ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা-১, ২, ৩, ১৯ ও ২০ আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন। অন্যদিকে, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা ৪,৫,৬,৭ আসনে প্রতীক দেওয়া হয়েছে। এই কার্যালয়ে ৪-১৮ আসনের প্রার্থীদের প্রতীক দেওয়া হচ্ছে।


ঢাকা-১ (দোহার এবং নবাবগঞ্জ উপজেলা) আসনে জাতীয় পার্টির সালমা ইসলাম (লাঙ্গল), আওয়ামী লীগের সালমান এফ রহমান নৌকা প্রতীক পেয়েছেন। এছাড়া আ. হাকিম, এনপিপি, (আম), সামসুজ্জামান চৌধুরী, সুপ্রিম পার্টি (একতারা),. শেখ মো. আলী, গণফ্রন্ট (মাছ),
মো. করম আলী, ওয়ার্কার্স পার্টি (কাস্তে) ও মুফিদ খান, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) পেয়েছেন।


ঢাকা-২ (কামরাঙ্গীরচর-সাভার-কেরানীগঞ্জ) আসনে ডা. হাবিবুর রহমান, স্বতন্ত্র (ট্রাক), আশরাফ আলী জিহাদী, ইসলামী ঐক্যজোট (মিনার), অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ (নৌকা), শাকিল আহমেদ শাকিল, জাতীয় পার্টি (লাঙ্গল) পেয়েছেন।


ঢাকা-৩ (কেরানীগঞ্জের ৫টি ইউনিয়ন) আসনে মনির সরকার, জাতীয় পার্টি (লাঙ্গল), মো. রমজান, মুক্তিজোট (ছড়ি), মো. আলী রেজা, স্বতন্ত্র (ট্রাক), আব্দুস সালাম, এনপিপি (আম), নসরুল হামিদ, আওয়ামী লীগ (নৌকা) ও মো. জাফর, বাংলাদেশ কংগ্রেস (ডাব) পেয়েছেন।


ঢাকা-৪ আসনে ৯ জন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন (ট্রাক), মো. মনির হোসেন স্বপন (ঈগল) প্রতীক পেয়েছেন। আওয়ামী লীগের সানজিদা খানম (নৌকা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ইয়াসিন হোসেন (হাতঘড়ি), তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সালেহ আহমেদ সোহেল (ছড়ি), জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙ্গল), ইসলামী ঐক্য জোটের শাহ আলম (মিনার) প্রতীক পেয়েছেন।


ঢাকা-৫ আসনে ১২ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাদের মধ্যে স্বতন্ত্র দুই প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল (ট্রাক), মো. কামরুল হাসান (ঈগল) প্রতীক পেয়েছেন। লটারির মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের হারুনুর রশিদ মুন্না (নৌকা), ইসলামিক ঐক্য ফ্রন্টের আবু জাফর মো. হাবিবুল্লাহ (চেয়ার), ন্যাশনালিস্ট ঐক্য ফ্রন্টের এস এম লিটন (টেলিভিশন), তৃণমূল বিএনপির মো. আবু হানিফ (সোনালী আঁশ), ইসলামী ঐক্য জোটের আব্দুল কায়ুম (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোশাররফ হোসেন মিয়া (একতারা), বাংলাদেশ কংগ্রেসের সাইফুল আলম (ডাব), বাংলাদেশ জাতীয় পার্টির মো. সারওয়ার খান (কাঁঠাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন (ছড়ি) প্রতীক পেয়েছেন।


অন্যদিকে, ঢাকা–৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন নৌকা প্রতীক পেয়েছেন। আসনে ন্যাশনাল পিপলস পার্টির হামিদুর রেজা খান ভাসানী (আম), তৃনমুল বিএনপির কাজী সিরাজুল ইসলাম (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন (ছড়ি), গণফ্রন্টের আমিনুল ইসলাম সরকার (মাছ), ইসলামী ঐক্যজোটের রবিউল আলম মজুমদার (মিনার), জাতীয় পার্টি–জেপির সৈয়দ নাজমুল হুদা (বাইসাইকেল) প্রতীক পেয়েছেন।


ঢাকা–৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান সেলিম নৌকা প্রতীক পেয়েছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নূর জাহান বেগম (ছড়ি), বাংলাদেশ সুপ্রীম পার্টির আফসার আলী (একতারা), জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির মাসুদ পাশা (আম), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাজি মোহাম্মদ ইদ্রিস ব্যাপারি (মশাল) প্রতীক পেয়েছেন।


ঢাকা-৮ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। অন্যদিকে ঢাকা-৯ আসনে মোট ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এই দুই আসনেই কোনো স্বতন্ত্র প্রার্থী নেই।


ঢাকা-৮ আসনের প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দীন নাছিম (নৌকা), বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের আবু নোমান মোহাম্মদ জিয়াউল হক মজুমদার (মিনার), তৃণমূল বিএনপির এম এ ইউসুফ (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির খন্দকার এনামুল নাছির (একতারা), ন্যাশনাল পিপলস পার্টির মো. আবুল কালাম জুয়েল (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম সরওয়ার (মোমবাতি), জাতীয় পার্টির মো. জুবের আলম খান (লাঙ্গল), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (ফুলের মালা), ন্যাশনালিস্ট ঐক্য ফ্রন্টের মো. সাইফুল ইসলাম (টেলিভিশন), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. রাসেল কবির (ছড়ি) প্রতীক পেয়েছেন।


আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দীন নাছিম নিজে আসেননি, প্রতিনিধি পাঠিয়ে প্রতীক বুঝে নিয়েছেন। এদিকে এই আসনের আরো পাঁচজন প্রার্থী প্রতীক নিতে প্রতিনিধিও পাঠাননি।


প্রতীক বরাদ্দ পেয়ে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের প্রার্থী আবু নোমান মোহাম্মদ জিয়াউল হক মজুমদার বলেন, নির্বাচন সুষ্ঠু হলে শতভাগ জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী। গণতান্ত্রিক প্রক্রিয়ার একমাত্র বৈধ উপায় হচ্ছে নির্বাচন, বলেন তিনি।


ঢাকা-৯ আসনে যারা প্রতীক পেয়েছেন তারা হলেন- জাতীয় পার্টির কাজী আবুল খায়ের (লাঙ্গল), গণফ্রন্টের তাহমিনা আক্তার (মাছ), তৃণমূল বিএনপির মোসা. রুবিনা আক্তার রুবি (সোনালী আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ কফিল (আম), ন্যাশনালিস্ট ঐক্য ফ্রন্টের মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী (টেলিভিশন), বাংলাদেশ জাতীয় পার্টির মো. আনোয়ারুল ইসলাম (কাঁঠাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. নুরুল হোসাইন (ছড়ি), বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. মাহিদুল ইসলাম (একতারা), বাংলাদেশ আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী (নৌকা) প্রতীক পেয়েছেন।


ঢাকা- ১০ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টি থেকে একেএম শামসুল আলম (আম), বিএনএফ-এর মো. বাহারানে সুলতান বাহার (টেলিভিশন), জাতীয় পার্টির হাজি মো, শাহজাহান (লাঙ্গল), সাংস্কৃতিক মুক্তিজোটের শাহরিয়ার ইফতেখার (ছড়ি) প্রতীক পেয়েছেন।


ঢাকা-১১ আসনে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ফারাহনাজ হক চৌধুরী (এক তারা), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ মিজানুর রহমান (ডাব), আওয়ামী লীগের ওয়াকিল উদ্দিন (নৌকা), বাংলাদেশ পিপলস পার্টির মো. মিজানুর রহমান (আম), জাতীয় পার্টির শামীম আহমেদ (লাঙ্গল), গণফ্রন্টের শেখ মোস্তাফিজুর রহমান (মাছ), বিএনএফের সাদেকুন নাহার খান (টেলিভিশন) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের হোসেন আহমেদ আশিক (নোঙর) প্রতীক পেয়েছেন।


ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান (নৌকা) প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী খোরশেদ আলম খুশু (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রার্থী মো. আব্দুল হাকিম (মোমবাতি), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের প্রার্থী আতিকুর রহমান নাজিম (টেলিভিশন), তৃণমূল-বিএনপির প্রার্থী নাঈম হাসান (সোনালী আঁশ) এবং শাহিন খান ন্যাশনাল পিপলস পার্টির (আম) প্রতীক বরাদ্দ পেয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী নিজে আসেননি। প্রতিনিধির মাধ্যমে তিনি প্রতীক বরাদ্দ নিয়েছেন।


ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক (নৌকা) প্রতীক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের কামরুল হাসান (ফুলের মালা), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর জাফর ইকবাল নান্টু (মোমবাতি), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এর জাহাঙ্গীর কামাল (টেলিভিশন), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শাহাবুদ্দিন (ছড়ি) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির সোহেল সামাদ বাচ্চু (একতারা) প্রতীক বরাদ্দ পেয়েছেন। এই আসনের জন্য প্রতীক বরাদ্দ নিতে আওয়ামী লীগের প্রার্থী আসেননি তার প্রতিনিধির মাধ্যমে প্রতীক বরাদ্দ নিয়েছেন তিনি।


ঢাকা-১৪ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফর প্রার্থী এ ওয়াই এম কামরুল ইসলাম (টেলিভিশন), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমরুল কায়েস খান (রকেট), স্বতন্ত্র প্রার্থী জেড. আই রাসেল (ঈগল), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিবুল্লাহ (দানাল), স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার তুহিন (ট্রাক), জাতীয় পার্টির প্রার্থী মো.আলমাস উদ্দিন (লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী মো. আবু হানিফ (মশাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো.আসিফ হোসেন (ছড়ি), তৃণমূল বিএনপির প্রার্থী মো. নাজমুল ইসলাম (সোনালী আঁশ), আওয়ামী লীগের প্রার্থী মো. মাইনুল হোসেন খান (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মাহবুব মোড়ল (আম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ (একতারা) প্রতীক বরাদ্দ পেয়েছেন।


ঢাকা-১৫ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের এস এম ইসলাম (টেলিভিশন), আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টির নাজমা বেগম (আম), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মো. শামসুল ইসলাম (মশাল), বাংলাদেশ কংগ্রেসের আশরাফ হোসাইন সরকার (ডাব), বাংলাদেশ সুপ্রিম পার্টির সামসুল আলম চৌধুরী (একতারা), তৃণমূল বিএনপি প্রার্থী মো.এমদাদ (সোনালী আঁশ) ও জাতীয় পার্টির শামসুল হক (লাঙ্গল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।


ঢাকা-১৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লা (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী আমানত হোসেন (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী তৌহিদুল ইসলাম (একতারা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী সজীব কায়সার (টেলিভিশন) এবং স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রবিন (ঈগল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।


ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত (নৌকা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের ( বিএনএফ) প্রার্থী এস এম আবুল কালাম আজাদ (টেলিভিশন), বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মো. আইনুল হক (কুলা), তৃণমূল বিএনপির প্রার্থী কাজী শফিউল বাশার (সোনালী আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী গোলাম ফারুক মজনু (আম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী শাহ আলম (একতারা) ও আরাফাত আশওয়াদ ইসলাম (বেলুন) প্রতীক বরাদ্দ পেয়েছেন।


১. ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে. ডা. এনামুর রহমান, আওয়ামী লীগ (নৌকা)
২. তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, স্বতন্ত্র (ঈগল)
৩. মিলন কুমার ভঞ্জ, বাংলাদেশ কংগ্রেস (ডাব)
৪. নুরুল আমিন, গণফ্রন্ট (মাছ)
৫. মুহাম্মদ সাইফুল ইসলাম, স্বতন্ত্র (ট্রাক)
৬. মাহবুবুল হাসান, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ)
৭. আইরিন পারভীন, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল)
৮. ইসরাফিল হোসেন সাভারী, এনপিপি (আম)
৯. মো. জুলহাস, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা)
১০. সাইফুল ইসলাম মেম্বার, বিএনএম (নোঙ্গর)


ঢাকা-২০ (ধামরাই)


১. বেনজীর আহমদ, আওয়ামী লীগ (নৌকা)
২. খান মোহাম্মদ ইসরাফিল, জাতীয় পার্টি (লাঙ্গল)
৩. এম এ মালেক, স্বতন্ত্র (ট্রাক)
৪. মোহাদ্দেছ হোসেন, স্বতন্ত্র (কাঁচি)
৫. মো. আমিনুর রহমান, মুক্তিজোট (ছড়ি)
৬. মো. মিনহাজ উদ্দিন, সুপ্রিম পার্টি (একতারা)
৭. রেবেকা সুলতানা, এনপিপি (আম)


এদিকে, আজ প্রতীক পাওয়ার পর প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com