মার্কিন ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী জুলি সুর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৬:১২
মার্কিন ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী জুলি সুর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে দেশটির ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী জুলি সুর সঙ্গে বৈঠক করেছেন। তারা বাংলাদেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।


১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেলে যুক্তরাষ্ট্রের শ্রমদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে এই পার্শ্ব বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে রাষ্ট্রদূত ও ভারপ্রাপ্ত মার্কিন শ্রমমন্ত্রী দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশের শ্রমমান নিয়ে দুই সরকারের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত থাকা এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্বেগ নিরসনের ব্যাপারে একমত হন।


একই অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইমরান যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লির সঙ্গে সাক্ষাৎ করেন।


দুই বৈঠকেই ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্স) সেলিম রেজা উপস্থিত ছিলেন।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com