পুলিশের এসপি মর্যাদার ১৫ কর্মকর্তার রদবদল
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ২১:৫০
পুলিশের এসপি মর্যাদার ১৫ কর্মকর্তার রদবদল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদ মর্যাদার কর্মকর্তাদের বড় ধরনের রদবদল করেছে সরকার।


২৫ অক্টোবর, বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একসঙ্গে ১৫জন এসপিকে বদলি করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদর দফতরের এসপি হায়াতুন নবীকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), পুলিশ সদর দফতরের এসপি মাহফুজুল আলম রাসেল, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি কাজী আবদুর রহীম ও পুলিশ স্টাফ কলেজের এসপি মো. মনিরুজ্জামানকে অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ) বদলি করা হয়েছে।


এছাড়া কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি মো. সাইফুজ্জামানকে খুলনা ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, রাজশাহী মহানগরী পুলিশের উপপুলিশ কমিশনার আরেফিন জুয়েলকে কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, ঠাকুরগাঁও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নাছির উদ্দিন যুবায়েরকে রাজশাহী মহানগরী পুলিশের উপকমিশনার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদকে স্বপদে (এসবিতে বদলির আদেশ বাতিল) বদলি করা হয়েছে।


এই আদেশে আরও ফেনীর সাবেক এসপি পুলিশ সদর দফতরের সংযুক্ত এসপি এস এম জাহাঙ্গীর আলম সরকারকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশের বিশেষ শাখার (এসবি) এসপি জাকির হোসেনকে রংপুর মহানগরী পুলিশে বদলির আদেশ বাতিল (স্বপদে দায়িত্ব পালন), বরিশাল মহানগরী পুলিশের এসপি খাঁন মুহাম্মদ আবু নাসেরকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ আয়ুবকে খাগড়াছড়ি ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, বরিশাল মহানগরী পুলিশের উপকমিশনার বি. এম. আশরাফ উল্যাহ তাহেরকে সিলেট মহানগরী পুলিশের উপকমিশনার, র‍্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) এস এম ফজুলল হককে ঠাকুরগাঁও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (বরিশাল পুলিশ রিজার্ভ ফোর্সে বদলির আদেশপ্রাপ্ত) এসপি ফারহাত আহমেদকে সৈয়দপুর রেলওয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com