আর্থিক ক্ষমতা বাড়ছে গ্রাম আদালতের
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১৯:৪১
আর্থিক ক্ষমতা বাড়ছে গ্রাম আদালতের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গ্রাম আদালতের জরিমানা করার ক্ষমতা বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা থেকে তিন লাখ টাকা করতে যাচ্ছে সরকার।


২৩ অক্টোবর, সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।


নতুন আইনে এই ক্ষমতা বাড়ানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


পরে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন।


মন্ত্রিপরিষদ সচিব বলেন, গ্রাম আদালতের আর্থিক ক্ষমতা (জরিমানার করার ক্ষমতা) ৭৫ হাজার থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে।


আইনের আরেকটি বিষয় সম্পর্ক তিনি বলেন, চেয়ারম্যানসহ পাঁচ জনের সমন্বয়ে গ্রাম আদালত হয়। কোনো সময় একজন অনুপস্থিত থাকলে আদালতের সদস্য সংখ্যা চারজন হয়ে যায়। সে সময় ভোট হলে যদি দুই পক্ষে ভোট ২-২ অর্থাৎ সমান হয়ে যায় তখন চেয়ারম্যানের ক্ষমতা রাখা হয়েছে।


এছাড়া আগের আইনের কয়েকটি জায়গায় থাকা ‘নাবালক’ শব্দটি বদলে ‘শিশু’ করা হচ্ছে বলেও জানান সচিব।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com